যূথচারী ঠোঁট

জয়দেব কর | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

আড়ালে ফুটেছ ফুল, শুধু তাই মধুঘ্রাণ পাই

অবেলার ঝড়বুকে এমন্দিরে ডাকি যেই ধ্যানে

সেখানে কেবল নিজে বাঁধভাঙা হারিয়ে বেড়াই

রাঙাহাসিবেদনায় উচ্ছ্বসিত হৃদয়সাম্পানে!

জলে কী স্থলে তোমার চুল ওড়ে অথবা বেণির

ফণা নাচে, দূরতারা, হিসেবের বাহিরজীবন!

জানি না কেমন তুমি, জানি না দূরের ব্যকরণ;

শুধু জানি ঈশ্বরীর মতো আমি ঈশ্বরশ্রেণির।

পুরাণের পাতাগুলো নিয়ে চলে অক্ষরের দাগ

তার চিহ্ন ধরে যায় কবি আর রঙের প্যালেট,

নদীজল, মৃদুচাঁদ, শিশুকালপেন্সিলশেলেট

অরণ্যসংগীত বাজে, বাজে তার অনিবার্য রাগ!

যূথচারী ঠোঁটে ভাসা সমতার বিনম্র চুম্বন

ফোটাতেই দৃশ্যমান হও পুষ্প আড়ালজীবন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহবান মেয়র ডা. শাহাদাতের
পরবর্তী নিবন্ধঅ্যান্ড্রয়েড নদী