আড়ালে ফুটেছ ফুল, শুধু তাই মধুঘ্রাণ পাই
অবেলার ঝড়বুকে এ–মন্দিরে ডাকি যেই ধ্যানে
সেখানে কেবল নিজে বাঁধভাঙা হারিয়ে বেড়াই
রাঙাহাসি–বেদনায় উচ্ছ্বসিত হৃদয়–সাম্পানে!
জলে কী স্থলে তোমার চুল ওড়ে অথবা বেণির
ফণা নাচে, দূর–তারা, হিসেবের বাহির–জীবন!
জানি না কেমন তুমি, জানি না দূরের ব্যকরণ;
শুধু জানি ঈশ্বরীর মতো আমি ঈশ্বর–শ্রেণির।
পুরাণের পাতাগুলো নিয়ে চলে অক্ষরের দাগ
তার চিহ্ন ধরে যায় কবি আর রঙের প্যালেট,
নদীজল, মৃদুচাঁদ, শিশুকাল–পেন্সিল–শেলেট
অরণ্যসংগীত বাজে, বাজে তার অনিবার্য রাগ!
যূথচারী ঠোঁটে ভাসা সমতার বিনম্র চুম্বন
ফোটাতেই দৃশ্যমান হও পুষ্প আড়াল–জীবন।











