যুব সমাজ যেকোনো জাতির মূল প্রাণশক্তি

যুবদলের সমাবেশে মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুব সমাজকে যেকোনো জাতির মূল প্রাণশক্তি বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়। তিনি গতকাল বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য মোহম্মদ সেলিম চেয়ারম্যান, বিএনপি নেতা রফিকুল আলম, অহিদুল আলম, আবদুস শুক্কুর মেম্বার, আকবর আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা থানা যুবদলের ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে সেমিনার