বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ বলেছেন, যুব তরুণদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা ও সৃজনক্ষমতাকে আমরা উপলব্ধিতে ব্যর্থ। সম্ভাবনাময়ী যুব সমাজ সঠিক পথে না থাকায় আমাদের উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজকে উদ্যোক্তা ও কর্মমুখী জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ৯ সেপ্টেম্বর ভাটিয়ারি গলফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত উদ্যোক্তা ও কর্মমুখী জনগোষ্ঠী সৃষ্টির লক্ষ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও কর্মশালায় স উ ম আবদুস সামাদ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উত্তর জেলা যুবসেনা সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় সদস্য মাহমুদ মুস্তফা জিলানী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ রবিউল হোসেন সুমন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মুহাম্মদ এমরানুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন, মুহাম্মদ কায়সার হামিদ, মুহাম্মদ আলতাফ হোসেন।
অনুষ্ঠান প্রস্তুতি কামিটির আহবায়ক ও উত্তর জেলা যুবসেনা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন ও সদস্য হোসাইন মুহাম্মদ এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার মুহাম্মদ ইসমাইল, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, আমান উল্লাহ আমান, মামুনুর রশিদ জাবের, মুহাম্মদ অহিদুল আলম, আলমগীর হোসেন মামুন, মুজাহিদুল ইসলাম, সগীর আহমদ, মুহাম্মদ ইশতিয়াক রেযা, মুহাম্মদ আলী আকবর, এম শহিদুল আলম, মফিজুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












