পনের শত তম মাওলিদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আল হাস্্সান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে ‘ইসলামী কণ্ঠের খোঁজে আল হাস্্সান’ শীর্ষক অনলাইন নাতে রাসূল (দ.) প্রতিযোগিতার গ্র্যান্ড ফিন্যাল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, অভিষেক, গুণীজন সংবর্ধনা ও মাহফিলে যিকরে মুস্তফা (দ.) ২৯ নভেম্বর নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘সোনার মদিনা’ নাতে রাসূলের (দ.) রচয়িতা মাওলানা সলিম উদ্দিন হায়দরীর (রহ.) পরিবার এবং ‘দরুদ পড় জুলুছ কর গাও নবীজীর (দ.) শান’ নাতে রাসূলের গীতিকার ও সুরকার মরহুম শামসু ভাণ্ডারীর (রহ.) পরিবার, আল্লামা মুফতি ইদ্রিস রজভী (রহ.), প্রখ্যাত নাতখাঁ হাফেজ মাওলানা ইয়াকুব (রহ.), আল্লামা আবদুর রহিম আলকাদেরী (রহ.), নাতখাঁ মনিরুদ্দীন (রহ.) পরিবারকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং খ্যাতনামা শায়েরদের পরিবেশনায় মাহফিলে যিকরে মুস্তফা (দ.)। মাহফিলে সভাপতিত্ব করেন আল হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়ের মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী। মাহফিলে বক্তারা বলেন, যুব তরুণরা আজ নানাভাবে অবক্ষয়ের শিকার। অবক্ষয়গ্রস্ত এই তরুণদেরকে সুপথে ফেরাতে সুস্থধারার মননশীল উজ্জীবনধর্মী ইসলামী সংস্কৃতি তাদের মাঝে তুলে ধরতে হবে। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মঈন উদ্দিন আশরাফী, আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভি, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা শাহ আবদুল হালিম, আল্লামা গোলাম মুস্তফা মুহাম্মদ নূরুন্নবী আলকাদেরী, ড. আল্লামা মতিউল ইসরাম, আল্লামা মুহাম্মদ বখতেয়ার উদ্দিন, শাহজাদা এস এম সিরাজুদৌল্লা, আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, মাওলানা করিম উদ্দিন নূরী, সৈয়দ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, সৈয়দ মুফিজুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












