যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মুহিত দেবনাথ, মো. মঈনুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দসহ যুব সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

সভায় ইউনিটের উপযুব প্রধান ১ মো. মাহামুদুর রহমানের সঞ্চালনায় বছরব্যাপী যুব রেড ক্রিসেন্টের উল্লেখযোগ্য মানবিক ও সেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বিভাগভিত্তিক রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপপ্রধান অনন্ত সাহা।

প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন উপযুব প্রধান ২ ফয়সাল হোসেন। আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন বিভাগের প্রধান মো. আবদুর রহমান। স্বাস্থ্য সেবা বিভাগর রিপোর্ট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান মো. মাহাবুবুল আলম বাপ্পি। দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন উপপ্রধান সিরাজুল করিম হিরো। তহবিল ও সম্পদ সংগ্রহ বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান উম্মুল আঁখিয়ার। এ সময় তহবিল ও সম্পদ সংগ্রহ বিভাগের উপপ্রধান রাকিব রায়হান উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন বিভাগীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচিত যুব সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও যুব নেতৃত্ব উন্নয়নে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, গত এক বছরে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য সচেতনতা ও যুব নেতৃত্ব উন্নয়নে যে সকল কার্যক্রম পরিচালনা করেছে, তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আজ যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা সকলের জন্য অনুপ্রেরণা। পাশাপাশি যাঁরা নীরবে নিরলসভাবে কাজ করে গেছেন, তাঁদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে ইইউ পর্যবেক্ষকদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনগর জামায়াতের আমিরের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়