বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় স্বেচ্ছাসেবীদের রেড ক্রস রেড ক্রিসেন্ট এর মৌলিক বিষয়ে বিষদ আলোচনা করা হয়। এজন্য মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ৫টি বিষয় উপস্থাপনা করা হয়। সেগুলো হল– ১. উৎপত্তি ও জিন হেনরি ডুনান্ট ২. মূলনীতি এবং প্রতীক ৩. রেড ক্রিসেন্ট মুভমেন্ট ও বিডিআরসিএস ৪. যুব স্বেচ্ছাসেবক এবং ৫. আন্তর্জাতিক মানবিক আইন। কর্মশালায় এসকল বিষয়ে স্বেচ্ছাসেবীদের ধারণা প্রদান করে। কর্মশালায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ যুব প্রধান–১ মো. মাহামুদুর রহমান, নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান প্রিয়ন্ত পাল, স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান মাহাবুবুল আলম বাপ্পি, কমিউনিকেশন বিভাগীয় উপপ্রধান অনন্ত সাহা, স্বাস্থ্যসেবা বিভাগীয় উপপ্রধান আহনাফ তাজওয়ার মাহির, সম্পদ সংগ্রহ বিভাগীয় উপ প্রধান মো. রাকিব রায়হান ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। সভাপতির বক্তব্যে যুব প্রধান কৃষ্ণ দাশ যুব স্বেচ্ছাসেবীদের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, অতীতের ন্যায় আগামীতেও যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো প্রসারিত হবে। দক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করতে আগামীতে বিভিন্ন কর্মশালার পাশাপাশি ট্রেনিংয়ের আয়োজন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।