যুব রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে নিম্নবিত্ত,ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গত ২৯ নভেম্বর আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগি পাহাড়, জামালখান এলাকায় অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, উপ যুব প্রধান মাহমুদর রহমান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপপ্রধান সিরাজুল করিম হিরু, আইসিটি মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগীয় উপপ্রধান অনন্ত সাহা,দপ্তর ও তহবিল বিভাগীয় উপপ্রধান রাকিব রায়হান প্রমুখ। এই প্রসঙ্গে জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও ভাসমান মানুষের মাঝে জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে। মূলত শীতের আগাম প্রস্তুতি নিয়ে আজকের এই বিতরণ কার্যক্রম। পরবর্তীতে জেলা ইউনিটের আওতাধীন ১৫ টি উপজেলায় নিম্নবিত্ত ও ভাসমান মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম