যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

যার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসাথে তৎকালিন বিএনপিজামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচারঅনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠার দেড়শ বছর পর পাচ্ছে ১২ তলা ভবন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো শুরু কাল