যুব বিদ্রোহ বাংলাদেশে স্বাধীনতার বীজ বপন করেছিল

চট্টগ্রাম যুব বিদ্রোহের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলার ইতিহাসে গৌরবগাথা কম নয়। ভাষা আন্দোলন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ। আমাদের স্বাধীনতা। আমাদের নিজস্ব রাষ্ট্র। আমাদের পতাকা, এসবই ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। কিন্তু আরেকটি অধ্যায় প্রায় বিস্মৃতির অতলে চলে গেছে। যুব বিদ্রোহ বাংলাদেশে স্বাধীনতার বীজ বপন করেছিল। গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুব বিদ্রোহ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বোধন আবৃত্তি পরিষদ গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজী, বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন বোধন সভাপতি সোহেল আনোয়ার। পরে দলীয় সংগীত পরিবেশন করেন অভ্যুদয় ও ধ্রুপদ সংগীত নিকেতন। দলীয় নৃত্যে অংশ নেয় নৃত্যরূপ একাডেমি ও নৃত্য নিকেতন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা ও বোধন। অনুষ্ঠানের ফাঁকে ফাকে স্বরচিত কবিতা পাঠ করেন হোসাইন কবির, মালেক মুস্তাকিম, সারাফ নাওয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপম শীল। শেষে জেএমসেন হলে মাস্টারদার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিকের তপন ভট্টাচার্য্য যুব বিদ্রোহ দিবসের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন পরিষদের বিজয় শংকর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আলকাদেরী জয়। প্রধান বক্তা ছিলেন সিপিবি জেলা সভাপতি অধ্যাপক অশোক দাশ। বিশেষ অতিথি ছিলেন ফরিদুল ইসলাম, রিপা মজুমদার, নন্দন কিশোর চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, প্রবীর দাশ, গণসংগীত শিল্পী অচিন্ত্য দাশগুপ্ত, সজল দাশ, উত্তম বিশ্বাস, বাসদ মার্কসবাদী জাহিদুন নবী চৌধুরী, রিপন শীল।

পূর্ববর্তী নিবন্ধমহামুনি সংস্কৃতি সংঘের বর্ষবরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনোমান পরিচ্ছন্ন রাজনৈতিক তাকে বিজয়ী করতে হবে