যুব গেমস দাবায় আরেকটি স্বর্ণ চট্টগ্রাম বিভাগের

হেরে গেছে বালকদের ফুটবলে, বালিকা হকিতে শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৭ পূর্বাহ্ণ

শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের বালকদের ফুটবল ইভেন্টে হেরে গেছে চট্টগ্রাম বিভাগ। অথচ এই ফুটবলেই স্বর্ণ পদক জয়ের সবচাইতে বেশি আশা করেছিল চট্টগ্রাম বিভাগীয় দল। সে ফুটবলই শুরুতেই হোঁচট খেল। গতকাল নিজেদের প্রথম ম্যাচে খুলনা বিভাগের কাছে টাইব্রেকারে ৫৪ গোলে হেরে বিদায় নিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। নির্ধারিত সময়ের খেলা ১১ গোলে ড্র ছিল। খেলার ৫৭ মিনিটে তৌহিদুল গোল করে খুলনাকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে সমতা ফেরায় চট্টগ্রাম বিভাগের কিউলাচাই চাকমা। তবে ফুটবলে ছেলেদের ব্যর্থতার দিনে সুখবর দিয়েছে হকির মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে মেয়েদের হকিতে বরিশাল বিভাগকে ৮০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগের মেয়েরা। দলের নিলাদ্রী বড়ুয়া ৪টি, মিনি ছেন রাখাইন ২টি গোল করেন। ১টি করে গোল করেন ফারজানা আখতার এবং আশামনি। আগামী ২৮ ফেব্রুয়ারী সেমিফাইনালে খেলবে চট্টগ্রাম বিভাগীয় বালিকা হকি দল।

তরুণীদের হ্যান্ডবলে ঢাকা বিভাগের কাছে ১৭১ গোলে হেরে গেছে চট্টগ্রাম বিভাগ। তবে গতকাল চট্টগ্রামের জন্য আরো একটি স্বর্ণ পদক এনে দিয়েছে দাবা। মেয়েদের বিদ্যুৎ গতির দাবায় চট্টগ্রাম বিভাগের নুসরাত জাহান আলো ৭ ম্যাচে পুরো ৭ পয়েন্ট লাভ করে স্বর্ণ পদক জিতে নেয়। আগের দিন দাবায় একটি স্বর্ণ পদক এবং একটি রৌপ্য পদক জিতেছিল চট্টগ্রাম বিভাগ। বিদ্যুৎ গতির দাবা খেলাটি ৩ মিনিট ২ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এই সময়েই প্রতিপক্ষকে পরাজিত করে চট্টগ্রাম বিভাগের নুসরাত। পাঁচ পয়েন্ট নিয়ে তরুণী বিভাগে চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা রৌপ্য পান। তরুণ বিভাগে চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ শাকের উল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করেন।

আজ থেকে দাবার দলগত ইভেন্ট শুরু হবে। আশা করা হচ্ছে দাবা থেকে আরো স্বর্ণ পদক জিতবে চট্টগ্রাম বিভাগ। এছাড়া মেয়েদের ভলিবলেও জয় পেয়েছে গতকাল চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের মেয়েরা পরাজিত করে খুলনা বিভাগকে। তারা ২৫১১,২৫২২ পয়েন্ট জয়লাভ করে। এদিকে আজ শুরু হবে সাইক্লিং। পাশাপাশি ভলিবল ইভেন্টের খেলাও রয়েছে চট্টগ্রাম বিভাগের। এছাড়া গতকাল অন্যান্য ইভেন্টের খেলোয়াড়রা অনুশীলন করেছে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। গতকাল আনুষ্টানকিভাবে উদ্বোধন করা হয়েছে এবারের শেখ কামাল যুব গেমসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গেমসের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধশিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাসের জয়