যুব গেমসের প্রথম স্বর্ণ পদক জিতল চট্টগ্রামের লুবাবা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণ পদক জিতেছে চট্টগ্রামের মেয়ে ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। গতকাল র‌্যাপিড দাবায় ৬ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক জয় করে লুবাবা। নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী লুবাবা চট্টগ্রামকে এনে দেয় প্রথম পদকটি। বিওএ এর নির্বাহি কমিটির সদস্য সিরাজুদ্দিন মোঃ আলমগীর জানিয়েছেন লুবাবার এই সাফল্যের কথা।

একই ইভেন্টে চট্টগ্রাম বিভাগের হয়ে নুসরাত জাহান আলো জিতেছে সিলভার পদক। দুজনকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এবারের শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের বেশ কয়েকটি ইভেন্টে স্বর্ণ পদক জয়ের আশা করছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।

আর সে হিসেবেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এরই মধ্যে গতকাল নারী ভলিবলে শুভ সূচনা করেছে চট্টগ্রাম বিভাগীয় দল। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম সরাসরি ২০ সেটে হারিয়েছে ময়মনসিংহ বিভাগীয় দলকে। এছাড়া ফুটবল, কারাতে, তায়কোয়ান্ডো সহ বেশ কয়েকটি ইভেন্টে স্বর্ণ পদক জয়ের আশা করছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। যার শুরুটা হলো গতকাল লুবাবার প্রথম পদক জয় দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছনুয়া এফসি
পরবর্তী নিবন্ধরাইজিং জুনিয়রকে হারাতে ঘাম ঝরল ব্রাদার্সের