যুব এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠও দেখেছে বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানের কাছে ৬–০ গোলে হেরেছে। বাংলাদেশ দল সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ওমানের মাস্কটে ম্যাচের শুরু থেকে পাকিস্তান দাপট দেখিয়েছে। তবে বাংলাদেশ প্রথম কোয়ার্টারে দৃঢ়তা দেখিয়ে তাদের কোনও গোল করতে দেয়নি। পরের কোয়ার্টার থেকে পাকিস্তানের বাধা আর আটকানো যায়নি। একের পর এক গোল হতে থাকে। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে এগিয়ে যায় পাকিস্তান। একটু পর মোহাম্মদ আম্মাদ দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করেছেন। ৩২ মিনিটে সুফিয়ান খান পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল এনে দেন। ৪৩ মিনিটে সুফিয়ান খানই দলকে চতুর্থ গোল পাইয়ে দেন সেই পেনাল্টি কর্নার থেকেই। ৫১ মিনটে রানা ওয়ালিদ পঞ্চম গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। ম্যাচের শেষ মিনিটে হায়াত জিকরিয়া ষষ্ঠ গোল করে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। বাংলাদেশ মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠলেও গোল পায়নি। শনিবার গ্রুপে তৃতীয় ম্যাচে আরেক শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।