যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল বাংলাদেশ গত ৮ ডিসেম্বর। টানা দ্বিতীয়বারের মতো যুব টাইগাররা অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। রোমাঞ্চকর ফাইনালে সেদিন ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। যার জন্য বিসিবির কাছ থেকে এশিয়ান চ্যাম্পিয়নরা বড় পুরস্কার পেতে চলেছে। এশিয়া কাপ জয়ের পরদিন রাতে দেশে ফিরেছিল যুব ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। বিমানবন্দরে পৌঁছানোর পর যুব দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছিলেন বিসিবির পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে বড় অর্থপুরস্কারের ঘোষণা আসতে পারে বলে শোনা যাচ্ছিল। অবশেষে গতকাল শনিবার যুব ক্রিকেটারদের জন্য কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েছে বিসিবি। বিসিবির বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ। এ সময় তিনি জানান, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি। এদিকে বিসিবি জানিয়েছে, বিপিএলে বকেয়া অর্থ পরিশোধ শুরু হয়েছে। বিপিএলের গত আসরে খেলা প্রায় সব দলেরই স্থানীয় ক্রিকেটারদের আংশিক পারিশ্রমিক বাকি রয়ে গেছে। এদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি নেই আসন্ন বিপিএলে। এই তিন দলের যেসব ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি, তাদের টাকা পরিশোধ করার প্রক্রিয়া শুরুর কথা বলেছেন বিসিবি সভাপতি। শনিবার বোর্ড সভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ জানান, নতুন আসরের পারিশ্রমিকের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। ‘(বিপিএলের) যে দলগুলো এবার নেই, তাদের স্থানীয় ক্রিকেটারদের টাকা বোর্ড দিতে শুরু করেছে। এরই মধ্যে ২৫ শতাংশ টাকা আমরা দিয়েছি। এটা গত আসরের পারিশ্রমিকের কথা বলছি। এটা আসলে ধাপে ধাপে বোর্ডের ওপরে বর্তায়। যেটা বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি মিলে সিদ্ধান্ত নেব যে কী হবে।’
নতুন আসর শুরুর আগে এখন পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক জামানত পায়নি বিসিবি। অন্তত তিনটি দলের ব্যাংক জামানতের টাকা বাকি থাকায় কয়েক দফা বাড়িয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত দেওয়া হয়েছে সময়। এছাড়া কমানো হয়েছে ব্যাংক জামানতের অর্থের পরিমাণও। এই প্রসঙ্গে দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতির কথা বলেন বিসিবি সভাপতি।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের নতুন আসর। টুর্নামেন্টকে আরও জাঁকজমকপূর্ণ করতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই অংশ হিসেবে মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার হবে মিউজিক ফেস্ট। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম আর সিলেটেও হবে কনসার্ট। পাশাপাশি বিপিএলের ট্রফি ট্যুরের কথাও জানালেন বিসিবি সভাপতি। ‘থিম সং, গ্রাফিতি উন্মোচন হয়ে গেছে। কোলাহলপূর্ণ জায়গায় আমরা একটা জায়ান্ট বেলুন দেব। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি। মিউজিক ফেস্টে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। আমাদের মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে মধুমতি ব্যাংক এসেছে। তারা ৫ কোটি টাকার কাছাকাছি দেবে।’ বোর্ড সভা শেষে বিসিবি প্রধান ফারুক আহমেদ বাংলাদেশের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন,‘ অধিনায়কত্ব নিয়ে আসলে এই মুহূর্তে… মাত্র একটা সিরিজ শেষ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের আর খেলা নেই। ছেলেরা বিপিএল খেলবে। আমাদের হাতে সময় আছে। এই ব্যাপারে কোনো আলাপ হয়নি। সময়মতো আমরা আলাপ করে নেব। শান্তর অধিনায়কত্বের মেয়াদ তো ডিসেম্বর পর্যন্ত? ডিসেম্বরের পরেই আমরা সিদ্ধান্ত নেব (অধিনায়কত্বের ব্যাপারে)।’ বিসিবি সভাপতি আরো জানান, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সিলেকশনের জন্য সাকিব এবং তামিম এভেইলেবল। অর্থ্যাৎ, কোনো ঝামেলা না থাকলে নির্বাচকরা এই দুই ক্রিকেটারকে বাংলাদেশ দলে রাখতে পারবেন।