যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা পেলেন বিসিবির অর্থ পুরস্কার

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুবা টাইগাররা অনূর্ধ্ব১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। রোমাঞ্চকর ফাইনালে সেদিন ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ায় তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই সময় জানিয়েছিলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি। গত রোববার থেকে পুরস্কারের সেই অর্থ পেতে শুরু করেছেন ক্রিকেটারসহ কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেটারদের নগদ চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থ। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

প্রসঙ্গত, অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের ফাইনালের মহারণে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করেছিল ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।

পূর্ববর্তী নিবন্ধলিজেন্ডস লিগে না খেলেই ফেরত আসছে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান আর উইকেট দুই নিউজিল্যান্ডারের