আগামী অক্টোবর মাসের ২২ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাহরাইনে অনুষ্ঠিত হবে ৩য় যুব এশিয়ান গেমস। এই গেমসের জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন তাদের দল ঘোষণা করেছে। সে দলে ডাক পেয়েছেন চট্টগ্রামের মেয়ে রিহ্মা ফেরদৌস। তার ডাকনাম সৌমন্তি। সৌমন্তি ছাড়াও চার সদস্যের এই ব্যাডমিন্টন দলের অপর তিন সদস্য যথাক্রমে মার্গারেট মুগ্ধ বিশ্বাস, আবদুল্লাহ আল সিয়াম ও মোহাম্মদ রাইসুল ইসলাম রাজ। সবকিছু ঠিক থাকলে এই চারজন যুব এশিয়ান গেমসে অংশ নিতে বাহরাইনের পথে বিমান ধরবেন। এদিকে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে গেমস উপলক্ষ্যে ব্যাডমিন্টন ফেডারেশনের খ্যাম্প। যেখানে এই চার শার্টলারকে প্রশিক্ষন দিয়ে গড়ে তোলা হবে। যাতে তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে গেমসে অংশ নিতে পারে। সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মোস্তফা মোহাম্মদ জাবেদের ব্যাডমিন্টন একাডেমিতে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে সৌমন্তি। জাবেদ–টিটুর প্রশিক্ষণে গড়ে উঠা সৌমন্তি এবার দেশের নাম উজ্জল করবে তেমনটাই প্রত্যাশা। উল্লেখ্য আসন্ন জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সৌমন্তি চট্টগ্রাম জেলা ব্যাডমিন্টন দলের হয়ে অংশ গ্রহণ করবে।