২০২২–২৩ অর্থবছরে কর্ম সম্পাদনে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেলেন যুব উন্নয়ন অধিদপ্তরের নগরীর কোতোয়ালী ইউনিটের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেনগুপ্তা। যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত সার্বিক যুব কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। হালিশহরের যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তরের সমন্বয় সভায় সম্প্রতি তার হাতে এ পুরস্কার তুলে দেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক প্রজেষ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী আবদুল আলীম, আবদুল হান্নান ও কোতোয়ালী ইউনিট থানার যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।












