যুব ইউনিয়ন কোতোয়ালী থানার সম্মেলন

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

‘কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে উঠো তারুণ্য’-স্লোগানকে ধারণ করে গতকাল শুক্রবার নগরীর হাজারী লেইনে বাংলাদেশ যুব ইউনিয়ন কোতোয়ালী থানার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির।
কোতোয়ালী থানার সভাপতি সুব্রত ধর মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রীতম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন- দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী যুবসমাজ। কিন্তু এই যুবসমাজ বেকারত্বের অভিশাপে আজ নিদারুণ হতাশায় আক্রান্ত। স্বাধীনতা পরবর্তী কোন সরকার যুবসমাজকে মানব সম্পদে রুপান্তরিত করার লক্ষ্যে কোন সুপরিকল্পিত নীতি গ্রহণ করতে পারেনি।
সম্মেলনে রুপন কান্তি ধরকে সভাপতি এবং রবি শংকর সেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়ন কোতোয়ালি থানা কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীতে ধর্ম সম্মেলন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দৃষ্টিনন্দন লাভ লক পয়েন্ট উদ্বোধন