যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয়ে যায় বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব১৯ দলের দ্বিতীয় ওয়ানডে। গতকাল সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও, আউটফিল্ড না শুকানোয় টসই করা সম্ভব হয়নি। প্রথম ম্যাচ ডাকওয়ার্থলুইসস্টার্ন পদ্ধতিতে ৫ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি হবে আগামী সোমবার, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে আগামী ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলা
পরবর্তী নিবন্ধভারতকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়