আজ থেকে শুরু হচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ওয়ানডে সিরিজ। দু’দল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গতকাল সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে দুই দলের ক্যাপ্টেন ট্রফি উন্মোচন করেন। ৫টি ওয়ানডে ম্যাচের মধ্যে তিনটি হবে খুলনায় এবং বাকি দুটি রাজশাহীতে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এদিকে ৯ জুলাই খুলনায় দ্বিতীয় ওয়ানডে ও ১১ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১২ জুন উভয়দল রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে খুলনা ছেড়ে যাবে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের সফর শেষ করে দক্ষিণ আফ্রিকা যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।