‘যুবাদের এই সাফল্য দরকার ছিল’

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ভারতের মাটিতে তাদের দলকে হারিয়ে ত্রিদলীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যুবাদের এমন সাফল্যের পর এনিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, আসছে এশিয়া কাপ ও ছোটদের বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই শিরোপার দরকার ছিল। সুজন বলেন, ‘এটা অবশ্যই ভালো সাফল্য।
যদিও সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে, কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা দরকার ছিল। আমরা তো এ বছর অনুশীলন বা ম্যাচ অনুশীলন কম করেছি। এই দলটা তারপরও ভারতের কন্ডিশনে দুটা দলের সঙ্গে ১৯-এ ও বি জিতেছে । এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াতে কাজে লাগবে। এরপরে এশিয়া কাপ আছে তারপরই তো বিশ্বকাপ। আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন হতে তো ভাগ্যও লাগে কিন্তু ছেলেরা তৈরি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে দুইবার আউট করে ম্যাচ জয়
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক বিলিয়ার্ড টুর্নামেন্ট সম্পন্ন