বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি গতকাল শনিবার ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শফিউল আলম টিপুর সঞ্চালনায় ও ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড জামায়াতের আমীর ওয়াহিদ মুরশেদের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, সেক্রেটারি সুলতান আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড আমীর নুর আহমদ, সেক্রেটারি নাছির সওদাগর, বাকলিয়া থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি আজিজুল হক ও জামায়াত নেতা আলী আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।