যুবলীগ নেতা সাজ্জাদ কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার পাঁচলাইশ থানা পুলিশ তাকে চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে সোমবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি ইউনিটের সহযোগিতায় পাঁচলাইশ থানা পুলিশ রাজধানীর গুলশান থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে। রাতেই তাকে চট্টগ্রামে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজাদীকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্তকে হত্যার ঘটনায় গত ৯ ডিসেম্বর দায়ের হওয়া মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে ১৬ জুলাই নগরের মুরাদপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনুসারীরা হামলা করে। এতে মারা যান ফয়সাল আহমেদ শান্ত। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ৬৮ নম্বর আসামি সাজ্জাদ।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাটে রেল-কাম সড়ক সেতুর স্বপ্ন পূরণ হচ্ছে
পরবর্তী নিবন্ধমাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা