যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলার আসামি সহযোগীসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীতে যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার আসামি আফসার উদ্দিন রিয়াদকে (৩৫) সহযোগীসহ গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নগরীর মনসুরাবাদ সিএন্ডবি কলোনির একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই বাসা থেকে মোহাম্মদ আলম (৩৩) নামে মাদক মামলার আরেক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয় বলে আজাদীকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। ওসি মোহাম্মদ মহসীন বলেন, ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নং আসামি রিয়াদ। হত্যার পরপরই তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল তখন। সেই হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। বর্তমানে সে ইয়াবা ব্যবসায় যুক্ত হয়েছে। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০ টায় ডবলমুরিং থানার মনসুরাবাদ সিএন্ডবি কলোনির বিএডিসি স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কক্সবাজার থেকে আসা আলম নামে একজনকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৪১৫০ টাকা উদ্ধার করা হয়। আলমের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে একটি মামলা ছিল।

পূর্ববর্তী নিবন্ধমামলার প্রধান আসামি গ্রেপ্তারের পর কারাগারে
পরবর্তী নিবন্ধআস্ত একটি গ্রহই কিনলেন!