যুবলীগ নেতাসহ ৫ আসামিকে খালাস

২৮ বছর আগে ছাত্রলীগ নেতা আশিক খুনের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর মেহেদীবাগের গোলপাহাড় এলাকায় ২৮ বছর আগে ছাত্রলীগ নেতা সিনাউল হক আশিককে গুলি করে খুনের মামলায় যুবলীগ নেতাসহ ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন যুবলীগ নেতা টিংকু দত্ত, শাহনেওয়াজ, মো. সালাউদ্দিন, মো. তছলিম ও মো. হাসেম। গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ আজাদীকে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় দিয়েছেন। তিনি বলেন, এ মামলায় আরো তিনজন আসামি ছিলেন। তারা হলেন ওয়াসিম উদ্দিন, মো. ইদ্রিস ও মো. আমিন। বিচার চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে তাদের মামলা থেকে অব্যাহিত দেওয়া হয়।

১৯৯৭ সালের ৬ জুলাই নগরীর মেহেদীবাগের গোলপাহাড় এলাকায় সানাই কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রলীগ নেতা সিনাউল হক আশিককে কাটা রাইফেল দিয়ে গুলি করে খুন করা হয়। ওই সময় তার বন্ধু হাবিবও গুরুতর আহত হন। এ ঘটনায় আশিকের বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, জুমার নামাজের পর সানাই কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন আশিক। খাওয়াদাওয়া শেষ করে বন্ধুরাসহ কমিউনিটি সেন্টারের পাশের দোকানে কোক খেতে গেলে আসামিরা কাটা রাইফেল দিয়ে তাদের উপর গুলি ছোড়ে। এতে আশিকের মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম শেষে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনসহ আটজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করে। পরে আদালত এ আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা এনসিপির : নাসীরুদ্দিন পাটওয়ারী