যুবলীগ নেতাকর্মীদের আ. লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে

পটিয়ায় ইফতার অনুষ্ঠানে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনতে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। যুবলীগ নেতাকর্মীরা আ. লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

গতকাল বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উপজেলা যুবলীগের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ন আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও রিটন নাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ. লীগ নেতা বিজন চক্রবর্তী, উপজেলা আ. লীগ নেতা আবদুল খালেক। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের মোরশেদুল হক, মো. ফোরকান, মো. ফয়সাল, দিদারুল আলম, শাহ আলম, এনামুল হক মজুমদার, সৈয়দ জাবেদ সরোয়ার, হারুন, এয়ার মো. বুলু, নাজিম উদ্দীন রনি, রবিউল আলম ছোটন, শিমুল দে, শীতল তালুকদার, শাহ আজিজ, মো. মহিউদ্দিন, মো. শাহজান চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, আবদুল মাজেদ টিটু, নাজমুল সাকের সিদ্দিকী, মো. মফিজ, সেলিম উদ্দিন, মো. আলমগীর তালুকদার, আহমদ নুর সাগর, আনোয়ার তালুকদার, আবুল কাশেম আকাশ, নুরুল ইসলাম, মো. আলমগীর, আরিফ উদ্দিন বাবু, আনিসুল ইসলাম, মো. ইকবাল, ফয়জুল আবেদীন সজীব, মো. খোরশেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান হিসেবে শপথ নিলেন এম.এ. মান্নান
পরবর্তী নিবন্ধজুনিয়র চেম্বারের ব্যতিক্রমী আয়োজন