নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণ করে হামলায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বুলবুল হোসেন প্রকাশ ডাকাত বুলবুল। তিনি যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত। গত শনিবার রাতে নগরীর হালিশহরের রমনা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গত বছরের ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকার মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের ওপর যুবলীগ–ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এ সময় নির্বিচারে গুলিতে শিক্ষার্থী রাইয়ানসহ বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ নভেম্বর রাইয়ান কোতোয়ালী থানায় মামলা করেন। সেখানে ২৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। বুলবুল ওই মামলার ১৫২তম আসামি। কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।