যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় সমাবেশ করেছে মহানগর যুবলীগ। গতকাল শনিবার দুপুরে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নিউ মার্কেট চত্বর হয়ে দারুল ফজল মার্কেট পর্যন্ত মিছিল শেষ করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমন, নগর যুবলীগ সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, নেছার আহমদ, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতি, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, আলমগীর আলম, মোজাম্মেল হোসেন নান্টু, আজিজ উদ্দিন চৌধুরী, আমানত উল্লাহ ডিউক, শাহেদুল ইসলাম শাহেদ, মাহবুবুর রহমান মাহফুজ, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে আবছার উদ্দিন, নজরুল ইসলাম, শাহীন সরোয়ার, আতিক উল্লাহ, আবদুর রহিম, শওকত আলী, জামাল উদ্দিন রাজু, শফিকুল হাসান রিপন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে যুবলীগ।
এদিকে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের পরিচালনায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আব্দুল মান্নান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, তানভীর আহমেদ রিংকু, শহিদুর রহমান শহীদ, আ.ম.ম মহিউদ্দিন, তাজউদ্দীন রিজভী, অ্যাড. মো. কায়সার, ইসতেহার উদ্দিন পারভেজ, মো. কামরুজ্জামান কামরুল, মো. জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, হেলাল উদ্দিন আহমেদ, রাজু আহমেদ, ডা. বাবর চৌধুরী, ডা. নাহিদ ইমতিয়াজ, শহিদুল ইসলাম মিন্টু, আতিকুর রহমান মাসুম, জিকু, আকবর আলী জনি, সোহেল হক, মো. আজম, মো. জাবেদ প্রমুখ। বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয় তারা।
সন্দ্বীপ উপজেলা যুবলীগ : বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার এনাম নাহার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, আনোয়ারুল কবির, মাহামুদুল হাসান সোহাগ, আবুল কাশেম রানা, ইলিয়াছ সুমন, আবদুল কাদের, দিদারুল আলম, ইরান আলী, মো. রিয়াদ, আবদুর রহিম শিবলী, ফাহিম ইকবালসহ যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা যেকোন অপতৎপরতা রুখে দিতে যুবলীগের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরৈকোড়া ইউপি চেয়ারম্যান আশরাফের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধটিভি ক্যামেরা জার্নালিস্টস এসোর দ্বি-বার্ষিক নির্বাচন