বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় সমাবেশ করেছে মহানগর যুবলীগ।
আজ শনিবার দুপুরে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নিউ মার্কেট চত্বর হয়ে দারুল ফজল মার্কেট পর্যন্ত মিছিল শেষ করে সেখান সমবেত হয় চট্টগ্রাম মহানগর যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমন, নগর যুবলীগ সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, নেছার আহমদ, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতি, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, আলমগীর আলম, মোজাম্মেল হোসেন নান্টু, আজিজ উদ্দিন চৌধুরী, আমানত উল্লাহ ডিউক, শাহেদুল ইসলাম শাহেদ, মাহবুবুর রহমান মাহফুজ, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে আবছার উদ্দিন, নজরুল ইসলাম, শাহীন সরোয়ার, আতিক উল্লাহ, আবদুর রহিম, শওকত আলী, জামাল উদ্দিন রাজু, শফিকুল হাসান রিপন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে যুবলীগ।