নগরীর হালিশহরের যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারের জন্য প্রস্তুত হচ্ছে। চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আজ (মঙ্গলবার) এ প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। এর আগে ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট পাওয়ার পরই মামলাটি দায়রা জজ আদালত থেকে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য কয়েকদফা আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমোদন পাবার পরই গত বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর মামলাটি মহানগর দায়রা জজ আদালত হতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়েছে। কাল (আজ মঙ্গলবার) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক একেএম মোজাম্মেল হকের আদালতে মামলার চার্জ গঠনের দিন ধার্য্য রয়েছে।












