যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলা দ্রুত বিচার টাইব্যুনালে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যাকাণ্ডের মামলাটি দায়রা আদালত থেকে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
গতকাল এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট পাওয়ার পরই দ্রুত বিচার ট্রা্‌ইব্যুনালে মামলাটির সমস্ত নথিপত্র হস্তান্তর করা হয়েছে বলে আজাদীকে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী।
তিনি বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য কয়েকদফা আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমোদন পরই বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশিত হয়। মামলাটি ট্রাইব্যুনালে যাওয়ার পর এখনও কোনো তারিখ ধার্য্য হয়নি। আশা করছি, কয়েকদিনের মধ্যে ট্রাইব্যুনাল মামলার তারিখ ঘোষণা করবেন।
চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে গতকাল মামলাটির চার্জ গঠনের ধার্য্য তারিখ থাকলেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করায় এদিন কোনো চার্জ শুনানি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড