যুবদল সময়ের সেরা সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. শাহাদাত

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, যুবদল জাতীয়তাবাদী দলের সবচেয়ে শক্তিশালী অঙ্গসংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল আজ সময়ের সেরা সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। আজ থেকে ৪৪ বছর আগে হতাশাগ্রস্ত যুব সমাজকে সমাজের মূল ধারায় এনে প্রত্যেক স্তরে সৎ ও মেধাবী যুবকদের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই যুবদলের জন্ম। সরকার পতন আন্দোলনে প্রধান হাতিয়ার হবে জাতীয়তাবাদী যুবদল। আজ আমাদের দেশের অর্থনীতি লুঠেরা আওয়ামী লীগের কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যুৎ উৎপাদনের নামে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। আগামীতে মোমবাতি বা হারিকেনের আলোতে উন্নয়নের আশার গল্প শুনতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, যুব ঐক্য প্রগতির মূলমন্ত্রে বলিয়ান শহীদ জিয়ার যুবদল। আজ সারা বাংলাদেশের সবচেয়ে সফল একটি সংগঠন। ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে হঠাতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম মহানগর যুবদলকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সমাবেশের পর বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন নগর বিএনপি নেতৃবৃন্দ। এরপর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন নগর বিএনপি ও নগর যুবদল নেতৃবৃন্দ। আরও বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, হায়দার আলী চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মুজিবুর রহমান, জাহেদ হাসান বাবু, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, ইকবার পারভেজ, এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, দীপংকর ভট্টচার্য্য প্রমুখ।

উত্তর জেলা যুবদল : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যোগে র‌্যালি শেষে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার হবে, দেশের মানুষ নাগরিক ও মৌলিক অধিকার ফিরে পাবে। জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের মনোবল। যুবদল নেতৃবৃন্দকে সামনের কাতারে থেকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।

উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, নুর মুহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ জাকির, ইউসুফ চৌধুরী, এইচ এম নুরুল হুদা, আওরঙ্গজেব মোস্তফা। উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আলাউদ্দিন, সাহেদ কামাল, লিয়াকত আলী, শাখাওয়াত হোসেন শিমুল, টিপু চৌধুরী, সরওয়ার জাহান পুতুল, সফিউল আজম, মোক্তার হোসেন সুজন, লায়ন দেলোয়ার, শাহনেওয়াজ কবির মানিক, আবুল মনসুর, ফখরুল হাসান, মুহাম্মদ সিরাজ, ইয়াসিন মিয়া, নুর উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরোজ শাহ কলোনি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১
পরবর্তী নিবন্ধগ্রামীণ জনপদেও উন্নয়নের ছোঁয়া লাগাতে হবে