যুবদল নেতা মোশারফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁওয়ে টার্ফ দখলের ঘটনায় বহিষ্কার হওয়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একইদিন বিলুপ্ত করা হয় নগর যুবদলের কমিটি। ওই কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন মোশরফ।

গতকাল যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নিদের্শক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মোশারফ বহিস্কার আদেশ প্রত্যাহার করার কথা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির মনোনয়ন বঞ্চিত পক্ষের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধদেশে ফিরলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন