যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির নিন্দা ও প্রতিবাদ

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা ও গুলি করে শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও সন্ত্রাসীদের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গত রোববার দেশব্যাপী সকালসন্ধ্যা হরতালকে কেন্দ্র করে পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য মো. হাসান চৌধুরী তোফা, থানা যুবদল নেতা মোহাম্মদ মোরশেদ, শুলকবহর ওয়ার্ড যুবদল আহবায়ক সাদেক আহমদ, ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহাদাত, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল, ওয়ার্ড যুবদল নেতা মো. খোকনসহ যুবদল নেতাকর্মীদের পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃবৃন্দ বিএনপির সমাবেশে পুলিশি হামলা এবং চট্টগ্রামে যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা গ্রেপ্তাকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিন্ন হলেও সব ধর্ম শান্তির কথাই বলে
পরবর্তী নিবন্ধইউসিবি ও সিপিডিএলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর