যুবদল কর্মী শাওনকে নিয়ে নোংরা রাজনীতি করছে আওয়ামী লীগ

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওনকে হত্যা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে নগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলার পৃথক সমাবেশে ছাত্রদল ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ থেকে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন নিহত যুবদলকর্মীকে নিয়ে নোংরা রাজনীতি করছে আওয়ামী লীগ।
নগর বিএনপি : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত নগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, পুলিশই গুলি করে শাওনকে হত্যা করেছে। শাওন যুবদলের পরীক্ষিত ও সক্রিয় কর্মী। অথচ যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। নিহত শাওনকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে শাওন হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। সমাবেশে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, শাওনকে হত্যার কয়েক দিন আগে ভোলায় নুরে আলম ও আব্দুর রহিমকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। নগর বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, হারুন জামান, মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিএনপি নেতা জাকির হোসেন ও মহিলা দলের জেলী চৌধুরী।
এদিকে সমাবেশ শেষে বাদে আসর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দক্ষিণ জেলা বিএনপি : দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ যখন তাদের ভোটাধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে, তখনই সরকার জনতার এই গণমিছিলে নির্বিচারে গুলি চালিয়ে মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এনামুল হক এনাম, মামুন মিয়া, মফজল আহমদ, এডভোকেট কাশেম চৌধুরী, ইসহাক চৌধুরী, খোরশেদুল আলম, মোস্তাফিজুর রহমান, এহসানে মওলা, মাস্টার লোকমান ও রেজাউল হক চৌধুরী, হামিদুল হক মন্নান, এডভোকেট শওকত ওসমান, শহীদুল্লাহ চৌধুরী, মেহের আফরোজ জলি, মহসিন, ফজলুল হক, মো. তমিজ, শহীদুল্লাহ কায়সার বাদশা, হেফাজ উদ্দীন, হামিদুল হক পেয়ারু।
উত্তর জেলা বিএনপি : দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে যুগ্ম আহ্বায়ক এম এ হালিম বলেন, শাওনের রক্ত আমরা বৃথা যেতে দেব না। রক্ত ছুঁয়ে আমরা শপথ করছি যতক্ষণ পর্যন্ত সরকার ইভিএম বাতিল করে নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবে না ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন করে যাবে।
নুর মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, সরওয়ার আলমগীর, কাজী ছালাউদ্দীন, আজম খান, আব্দুল আউয়াল চৌধুরী, এডভোকেট আবু তাহের, অধ্যাপক কুতুব উদ্দীন বাহার, আবু আহমেদ হাসনাত, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মুরাদ চৌধুরী, কে আলম, সরওয়ার উদ্দিন সেলিম, শফিউল আলম চৌধুরী, বদিউল আলম বদরুল, আশরাফ উল্লাহ, ইউসুফ চৌধুরী, এস এম নুরুল হুদা।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্র বকুল হত্যার বিচারে আইনি সহায়তার আশ্বাস আইনজীবী নেতৃবৃন্দের
পরবর্তী নিবন্ধপাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে