রাজনৈতিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে ও আইনশৃঙ্খলার অবনতিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে এক মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা বাবুল হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিল্লাত হোসেন, আলমগীর হোসেন দীপু, হুমায়ুন আহমেদ, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মাসুদ রানা, ইমন, ইউনিট যুবদলের সাবেক সভাপতি মাইন উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফুর বাদসা, যুবদল নেতা আক্তার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ রনি, জামাই মাসুদ, বশর, দুলাল, জাকির হোসেন, মোহাম্মদ জসিমসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।