যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে নগর বিএনপি। তবে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নগর বিএনপি‘র বহিষ্কার করার সাংগঠনিক ‘রুলস’ নেই বলে জানিয়েছেন যুবদলের সিনিয়র নেতারা।
বহিষ্কৃতরা হচ্ছেন– নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু ও যুবদল সংগঠক মো. মুরাদ। গতকাল শনিবার নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম (খাজা) স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এরপর সমালোচনা হলে কেন্দ্রীয় যুবদল পিন্টুকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দেয়।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আব্দুল হামিদ পিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়–দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে নগর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। একইভাবে মুরাদকে বহিষ্কার করে বলা হয়, স্থানীয় নেতৃবৃন্দকে দলীয় কোনো কর্মকাণ্ডে বহিষ্কৃত মোঃ মুরাদকে সম্পৃক্ত না করার নির্দেশ প্রদান করা হয়েছে।
যুবদল নেতাকে বিএনপির বহিষ্কার করা প্রসঙ্গে জানতে চাইলে শওকাত আজম খাজা আজাদীকে বলেন, যুবদলের কমিটি নেই। মাদার সংগঠন সিদ্ধান্ত নিতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে নগর যুবদলের এক নেতা আজাদীকে বলেন, সহযোগী সংগঠনের কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে চাইলে কেন্দ্রীয় বিএনপি পারবে। কিন্তু কোনো নগর বা উপজেলা ওই এলাকার সহযোগী সংগঠনের কাউকে বহিষ্কার করতে পারবে না, এটা রুলস এর বাইরে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিকেলে খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামে ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল–যুবদলের নেতাকর্মীরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আটকের পরও আব্দুল হামিদ পিন্টু তাকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ আছে।