আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ায় লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার পৃথক বহিষ্কারাদেশ পত্রে স্বাক্ষর করেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে অসীন থেকে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হল। বিষয়টি নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আজাদীকে নিশ্চিত করেন।