যুবদলনেতা হত্যার মামলায় কারাগারে কক্সবাজারের সাবেক এমপি জাফর

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই ফেরদৌস আলম। খবর বিডিনিউজের।

জাফর আলমের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাবইন্সপেক্টর মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির ‘নিউজিল্যান্ড’ যে সড়ক বাড়িয়েছে মুগ্ধতা
পরবর্তী নিবন্ধআজ বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী