যুবকের হাতকে দক্ষ কর্মীর হাতে পরিণত করতে হবে

ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলের অনুষ্ঠানে আবদুচ ছালাম

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলের স্বাধীনতা দিবসের আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার মোহরাস্থ মিলনায়তনে স্কুল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, দেশের প্রত্যেকটি যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে
হবে এবং ইউসেপ সে লক্ষ্যেই কাজ করছে। এদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে এদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে লড়াই সংগ্রাম করে
দেশকে স্বাধীন করে মুক্তিযুদ্ধের মহান বিজয় অর্জনের মধ্য দিয়ে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক যুবক যদি কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হয় তাহলে আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সক্ষম হব এবং বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। দক্ষ মানব সম্পদ উন্নয়নে ইউসেপ বাংলাদেশ বহুমাত্রিক প্রসংশনীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। ইউসেপ মাবিয়া – রশিদিয়া টেকনিক্যাল স্কুলের ইনচার্জ নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কাজী মো. নুরুল আমিন মামুন। স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত প্রকল্প সমন্বয়কারী আকরাম হোসেন সবুজ। বক্তব্য রাখেন মহীদুল ইসলাম তৌশিফ, অনিল কুমার দাশ, নন্দীতা চক্রবর্তী প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিটুপির সপ্তাহব্যাপী মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅবকাঠামো নির্মাণে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে