হাটহাজারীতে মো. হাসান (৩৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে ফেলার ঘটনার মামলায় অভিযুক্ত আসামি মো. পারভেজকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব – ৭। গত শনিবার তাকে হাটহাজারী বড় মাদরাসার সামনে থেকে আটক করা হয়। সে মধ্যম পাহাড়তলী এলাকার জামাল ড্রাইভারের পুত্র।
র্যাব সূত্র জানায়, গত ১৯ আগস্ট আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে পারভেজ দলবল সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালায়। এ সময় কিরিচের কোপে হাসানের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভিকটিম হাটহাজারী থানায় পারভেজ ও তার চারজন সহযোগীকে আসামি করে মামলা করলে গ্রেপ্তার এড়াতে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। র্যাব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি মোঃ পারভেজকে শনিবার হাটহাজারী মাদরাসার সামনে থেকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব জানায়।












