যুবকরা জাতির মূল্যবান সম্পদ

সংবর্ধনা অনুষ্ঠানে বায়তুশ শরফের পীর

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:২৮ পূর্বাহ্ণ

বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী (ম জি আ) গত ১২ নভেম্বর বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র মিলনায়তনে ধনিয়ালাপাড়াস্থ বন্ধু মহলের শীতাতপ নিয়ন্ত্রিত কফিন ফ্রিজ উদ্বোধন ও স্বেচ্ছাশ্রমে কবর খননকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, যুবকরা হচ্ছে প্রতিটি জাতির উন্নতি ও অগ্রগতির সোপান, জাতির মূল্যবান সম্পদ। দেশ গড়ার শ্রেষ্ঠ অবলম্বন। ইসলাম এ সম্পদের যথাযথ সংরক্ষণে বিশেষ গুরুত্বারোপ করেছে। অন্ধকার যুগে আরব সমাজ যখন চরম দুরবস্থার মধ্যে নিপতিত ছিল, তখন মানবতার কল্যাণে আবির্ভূত মহামানব হযরত মুহাম্মদ (দঃ) ‘হিলফুল ফুজুল’ গঠন করে যুব সমাজকে নিয়ে সমাজ পরিবর্তনের সংগ্রামে নেমে ছিলেন। তিনি সমাজ থেকে মাদকাসক্তি নিরোধ, দুস্থ রোগীদের চিকিৎসা সেবা, খতনা ক্যাম্প, করোনা মহামারিতে ত্রাণ বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধু মহলের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রফেসর শফিউর রহমান, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা মফিজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাপ্ত বয়স্কদের প্রতি ১১ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত
পরবর্তী নিবন্ধদুর্দান্ত জয়ে ফুটবলে ফিরল বাংলাদেশ