আলকরণ যুবক সমিতির ৪৮ বছর পূর্তি অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে নগরীর সদরঘাটের ক্লাব ৭১ হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকট রানা দাশগুপ্ত। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। ডা. সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক শওকত হোসেন, আওয়ামী লীগ মনোনীত ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দীন, ৩৪ নম্বর পাথরঘাটা আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, ৩১ নম্বর আলকরন আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, ২২, ৩০, ৩১ নম্বর আওয়ামী লীগের মনোনীত মহিলা সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নীলু নাগ।
প্রধান অতিথি বলেন, যুবকরাই সমাজের মূলশক্তি। আলকরণ যুবক সংঘ যারা যুবকদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি পরিষ্কারভাবে দেখেছি অতীতেও কোনো অনৈতিকতা আপনাদের মধ্যে ভিড় করেনি বলেই ৪৮ বছর ধরে সংগঠনকে এগিয়ে নিতে পেরেছেন। ভবিষ্যতেও নতুন নেতৃত্ব একই ধারা অব্যাহত রাখবেন বলে এটি আমি আশা করি। শেষে বিদায়ী কমিটিকে সংর্বধনা ও নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ডা. সজীব তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশীষ দাশ। প্রেস বিজ্ঞপ্তি।