যুবকদের সঠিক অংশগ্রহণেই শিক্ষার উত্তরণ ও উন্নয়ন নিশ্চিত

জেএসইউএসের আন্তর্জাতিক শিক্ষা দিবসপালন

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

শিক্ষার ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে যুবসমাজের একটি বিশেষ ভূমিকা রয়েছে। যুব শক্তি হচ্ছে অনেক বড়ো শক্তি। যুব শক্তিকে শক্তিশালী করার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উত্তরণে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি বিপ্লবের ফলে সৃষ্ট পরিবর্তনের এই সময়ে বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক, কারণ এটি শিক্ষা ও শিক্ষাদানের উদ্দেশ্য ও পদ্ধতি নতুন করে ভাবার দাবি করে। যুবদের বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। কারণ, শিক্ষার্থীর সঠিক বিকাশে বই পড়া খুবই প্রয়োজনীয় বিষয়। আন্তর্জাতিক শিক্ষা দিবস বই পড়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। যুব সমাজের বই পড়ার মানসিকতায় বেড়ে উঠতে হবে।

গণসাক্ষরতা অভিযান ঢাকা ও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) যৌথ আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম, আবদুর রহমান একথা বলেন। জেএসইউএসের নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে ‘যুব শক্তির অংশগ্রহণ ঃ শিক্ষার উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যের ওপর অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, ব্র্যাকের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী ইনামুল হাসান, বাশিস চট্টগ্রাম শাখার সভাপতি মো. ফিরোজ চৌধুরী, বাশিস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। শুরুতে জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের ওপর অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার মুনজিলুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক বিপুল বড়ুয়া, লিটন চৌধুরী, মোহাম্মদ আলী শিকদার, সিরাজুল ইসলাম, বাহাদূর আলম, নোমান উল্যাহ বাহার, রিংকু ভট্টাচার্য, জয়া বল তপু, জাহানারা খানম, প্রতিবন্ধী ফজলুল আমিন প্রমুখ। সবশেষে জেএসইউএসের নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন আগামীতে শিক্ষার সুন্দর ও সুশৃংখল পরিবেশ বজায় রাখতে তরুণদের কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আনোয়ারা-কর্ণফুলীতে কর্মসংস্থান ও পরিকল্পিত উন্নয়ন করা হবে’
পরবর্তী নিবন্ধ২ ফেব্রুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে