যুবককে প্রকাশ্যে ঘুষি মারলেন পৌর মেয়র

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:৩৭ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে কেক কাটার মঞ্চে ওই যুবককে মারধর করা হয় এবং মেয়র গোলাম কবির মোল্লা সেই যুবককে ঘুষি মারেন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা ওই যুবকের ঘাড়ের উপরের কলার ধরে রেখেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। আর সামনের কলার ধরে তাকে পেটে ঘুষি মারছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। এ সময় হাতজোড় করে যুবককে নিজেকে ছাড়িয়ে নিতে দেখা যায়।

তবে সেই যুবকের পরিচয় জানা বা যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের জন্য ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেখানে খাবার কম পড়ায় ওই যুবক বিষয়টি মেয়র গোলাম কবির মোল্লাকে জানাতে মঞ্চে উঠেন। এ সময় ওই কথা বলার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে মেয়র যুবককে কলার ধরে ফেলেন। একই সময় ওই যুবককে পেছন থেকে ধরে ফেলেন সারোয়ার মাহবুব তুষারও। পরে দু’জনই তাকে মারতে থাকেন। এছাড়া মেয়র ছেড়ে দেয়ার পর মঞ্চ থেকে নামিয়েও যুবককে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার বলেন, “ঘটনাটি আমিও জানি না। আসলে প্রথমে ছেলেপেলেরা বলছিল পকেটমার, পকেটমার। যেহেতু আমাদের আওয়ামী লীগের অনুষ্ঠান, সেহেতু আমিও সেখানে ছিলাম। পরে আমি স্টেজ থেকে তাকে দ্রুত ছেড়ে দিলাম। তারপর আমি স্টেজ থেকে সরে এসেছি। ওই ছেলেটাকে চিনিও না। আর জিজ্ঞেসও করিনি কী হয়েছে পরবর্তীতে।”

বিষয়টির বিস্তারিত জানতে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজালে পেঁচিয়ে মহেশখালীর দুই জেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধসরাসরি করের আওতায় আসছে গুগল-ফেসবুক