নগরীর ডবলমুরিংয়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে ইসকান্দার মিয়া নামের এক যুবককে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আইয়ুব নামে অপর এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৬ এর বিচারক সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন। এ সময় দুই যুবক কাটগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন উল্লেখ করে ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম সেন্টু আজাদীকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারা ও ৯ (১) ধারায় ইসকান্দারকে ডাবল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় সাজা এক সাথে চলবে। আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী অপহরণের ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর দুই যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের দুজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।