চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়েছে একদল লোক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা চলছে। শিবগঞ্জের ওমরপুর ঘাট এলাকায় গত বুধবার বিকালের ওই ঘটনার পর দিন মামলা হলে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। হাসপাতালে ভর্তি আবু সুফিয়ান সিজু (২১) ওমরপুর ঘাট এলাকার রবিউল ইসলামের ছেলে। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই গোপাল চন্দ্র মণ্ডল বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সুফিয়ানের মায়ের সঙ্গে কথা বলে জেনেছি, তার এক হাতের কবজি কেটে ফেলার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবারই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সুফিয়ানকে কোপানোর ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।
বৃহস্পতিবার সুফিয়ানের বাবা শিবগঞ্জ থানায় তিনজনের নামে ও অজ্ঞাত আরও ১২–১৫ জনকে আসামি করে মামলা করেন। এরপর ওই রাতেই ওমরপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও শাহ আলম নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পঙ্গু হাসপাতাল থেকে আবু সুফিয়ানের মা সুফিয়া বেগম মোবাইল ফোনে বলেন, আঘাতের কারণে আমার ছেলে এখন বাম চোখ দিয়ে আর দেখতে পায় না। ডাক্তার বলেছে বাম হাতের কবজি কেটে ফেলতে হবে। সুফিয়া বেগম বলেন, যারা আমার ছেলেকে যারা মেরেছে, তারা জামায়াতের লোক।












