যুবককে কুপিয়ে, গলা কেটে হত্যা করলেন প্রবাসী, নালা থেকে উদ্ধার

৯ ঘণ্টা পর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

নগরীর হামজারবাগে জাহিদুল ইসলাম নামে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক ছিল হাসিবুল ইসলাম (২৬) নামে স্থানীয় এক যুবকের। প্রায় এক মাস আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন প্রবাসী জাহিদুল ইসলাম (২৭)। দেশে এসে হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে নালায় ফেলে পালিয়ে যান। গতকাল সোমবার বিকালে পাঁচলাইশ থানার হামজারবাগ সঙ্গীত আবাসিক এলাকার একটি নালা থেকে হাসিবের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

হাসিব পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপোর জাঙ্গালপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় হাসিবের ভাই মোহাম্মদ সাইফ বাদী হয়ে অভিযুক্ত জাহিদুল ইসলামকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর জাহিদুল পালিয়ে গিয়েছিলেন। পাঁচলাইশ পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৯ ঘণ্টা রাত ১২টার দিকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার। তিনি জানান, জাহিদুল পাঁচলাইশ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের হামজা খাঁ লেনের জাহাঙ্গীর আলমের পুত্র।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি, প্রতিবেশী প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সাথে হাসিবের পরকীয়া সম্পর্ক ছিল। পরে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এর মধ্যে ওই নারী তার স্বামীকে প্রবাসে তালাকনামা পাঠিয়েছে। এরপর ওই প্রবাসী গত সপ্তাহে দেশে ফিরে আসেন।

ওসি বলেন, গত কয়েকদিন ধরে প্রবাসী ব্যক্তি বিভিন্নভাবে তার স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। হাসিবকেও নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। আজ (গতকাল) দুপুরে প্রবাসী ব্যক্তি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহত হাসিবের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকার ও মুসল্লিদের যৌথ প্রয়াসে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুনঃনির্মাণে সক্ষম হব
পরবর্তী নিবন্ধবিএনপির জ্যেষ্ঠ কেন্দ্রীয় নেতাদের কারা প্রার্থী, বাদ গেলেন যারা