যুন নুরাইন হেফজখানায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গতকাল রোববার আল্লামা মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরীর সভাপতিত্বে এবং আলী ফারুক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন মাওলানা ছালেহ আহমদ আনছারী। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসমাইল। সমাপনী বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মফজল আলম।
বিশেষ অতিথি ছিলেন আবুল আসাদ জোবায়ের রেজভী আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন মুফতি মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন মুহাম্মদ ওমর ফারুক নঈমী। বক্তব্য রাখেন অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, কাজী মুহাম্মদ হারুন চৌধুরী,আবু বকর ছিদ্দিক, মুহাম্মদ আইয়ুব, জাহেদুল ইসলাম আযহারী, মুফতি রফিকুল ইসলাম নেজামী, সৈয়দ মুহাম্মদ মাসুম কামাল আযহারী, মুহাম্মদ আবু জাফর আশরাফী প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক বিতরণ করা হয়।