ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শেরবাক জানান যে, তিনি তাঁর মাকে কিছু টাকা ও চিঠি পাঠিয়েছেন। এর পরই দ্রুত উত্তর ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করেন না ছেলে। সেই কারণে তাঁকে ত্যাজ্যপুত্র করলেন মা। রাশিয়ান অভিনেতা এবং মডেল জিন-মিশেল শেরবাক প্রথম থেকেই ইউক্রেনের উপর রুশ আগ্রাসনের বিরুদ্ধে। এ নিয়ে বারবার নেটমাধ্যমে সরবও হয়েছেন তিনি।
কিন্তু ছেলের এই মনোভাব মেনে নিতে পারেননি পুতিনের একনিষ্ঠ সমর্থক মা। প্রকাশ্যে ছেলের নিন্দাও করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছেলের চিন্তাভাবনাকে আমল দিতে না পেরে সরাসরি তাঁকে ত্যাজ্যপুত্র করলেন মা। শেরবাক জানান, সমপ্রতি নেটমাধ্যমে কিভ-মস্কো সঙ্ঘাত নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন তিনি। সেখানে রাশিয়ার কড়া সমালোচনাও করেন। এ-ও জানান যে তিনি শীঘ্রই রাশিয়া ছেড়ে চলে যাবেন। এর পরই চটে যান তাঁর মা।
নেটমাধ্যম থেকে ‘ব্লক’ করেন ছেলেকে। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শেরবাক জানান, তিনি তাঁর মাকে কিছু টাকা এবং একটি চিঠি পাঠিয়েছিলেন। এর পরই দ্রুত উত্তর আসে তাঁর মায়ের কাছে থেকে।-খবর আনন্দ বাজার।