যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব। ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক ও ইয়েমেন। সমপ্রতি এই তালিকায় যুক্ত হয়েছে ইউক্রেন। মারা যাচ্ছে অসংখ্য অবুঝ শিশু–কিশোর। যুদ্ধের দাবানলের কবল থেকে শিশুদের রক্ষা করার জন্য জনমত গড়ে তুলতে নিজের লেখা এবং সুরে ‘এসো তাদের জন্য কিছু করি’ গানটিতে কন্ঠ দিয়েছেন আল মামুন। ২০১৭ সালে মৌলিক বাংলা গানের অ্যালবাম ‘তোমার জন্য’ প্রকাশনার পর এই প্রথম ভিন্নধর্মী একটি নতুন গান উপহার দিলেন আল মামুন। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে আজ শুক্রবার। লিঙ্ক : https://www.youtube.com/watch?v=jCjIC-p1JIY&t=3s